শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

করোনার টিকা ‘বিষ’ বলেই নদীতে ঝাঁপ দিলেন ২০০ গ্রামবাসী

অনলাইন ডেস্ক
২৬ মে ২০২১ ০০:০৯ |আপডেট : ২৬ মে ২০২১ ০৩:৪৫
করোনার টিকা না নিতে নদীতে ঝাঁপ দিয়েছেন গ্রামবাসী
করোনার টিকা না নিতে নদীতে ঝাঁপ দিয়েছেন গ্রামবাসী

করোনায় বিপর্যস্ত পুরো বিশ্ব। এর থেকে রক্ষা পেতে টিকাই একমাত্র ভরসা। আর এ টিকাকে ‘বিষ’ বলে তা না নিতে এক সঙ্গে নদীতে ঝাঁপ দিয়েছেন ২০০ গ্রামবাসী। তাদের মতে টিকা নেওয়ার চেয়ে নদীতে তলিয়ে যাওয়া উত্তম! ঘটনাটা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বারাবাঁকির সিসাউদা গ্রামে।

করোনায় এমনিতেই ভারতে ভয়াবহ অবস্থা। শনাক্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। দেশটির স্বাস্থ্য ব্যবস্থায় নেমেছে ধ্বস। অক্সিজিন সংকটের পর দেখা দেয় টিকা সংকটও। এতে ১৩০ কোটি মানুষের দেশটিতে টিকা কার্যক্রমও আটকে যায়।  

ভারতীয় গণমাধ্যমে বলা হয়, ঘটনার দিন স্বাস্থ্যকর্মীরা গ্রামবাসীদের টিকা দিতে যান। এ সময় তাদের সঙ্গে ছিলেন মহকুমা শাসকও। কিন্তু গ্রামবাসীরা টিকাকে বিষ ইঞ্জেকশন বলে নদীতে ঝাঁপিয়ে পড়েছেন।

তবে এতেও হাল ছাড়েননি টিকা দিতে যাওয়া স্বাস্থ্যকর্মীরা। গ্রামবাসীদের বুঝিয়ে ভুল ধারণা ভাঙ্গাতে চেষ্টা করেন তারা। পরে তারা ১৪ জনকে টিকা দিতেও সক্ষম হন।   



মন্তব্য করুন