বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গাছের ডালে করোনা রোগীর আইসোলেশন সেন্টার!

অনলাইন ডেস্ক
২৬ মে ২০২১ ০১:০৭
গাছের ডালে বাসা বাঁধা শিবা
গাছের ডালে বাসা বাঁধা শিবা

করোনাভাইরাসে আক্তান্ত হয়ে হাসপাতালে জায়গা না পেয়ে গাছের ডালে বাসা বেঁধে নিভৃতে বাস করতে থাকেন এক যুবক। তার এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে তা ভাইরাল হয়ে যায়। এতে বেশ প্রশংসিতও তিনি।

এ ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গা প্রদেশে। ওই যুবক হলেন শিবা, বয়স ১৮। তিনি গত ৪ মে করোনায় আক্রান্ত হন।

জানা যায়, তেলেঙ্গানার নলগোন্ডা জেলার কোঠানন্দিকোন্ডা গ্রামের অবস্থা এই মুহূর্তে শোচনীয়। সেফজোন নেই। কাছের স্বাস্থ্যকেন্দ্রের দূরত্ব ৫ কিলোমিটার। ফলে পরিস্থিতি হাতের নাগালের বাইরে হওয়ায় এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন শিবা। গ্রামের গাছকেই তিনি বানিয়ে ফেলেছেন নিজের আইসোলেশন সেন্টার এবং সেখানে ১১ দিন ধরে থাকছেন শিবা।



মন্তব্য করুন