শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

এবারের বাজেটকে ‘ধার-দেনার বাজেট’ বলছেন মঈন খান

নিজস্ব প্রতিবেদক
৩ জুন ২০২১ ২২:৩৭ |আপডেট : ৪ জুন ২০২১ ০১:১৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পরিকল্পনা মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পরিকল্পনা মন্ত্রী ড. আবদুল মঈন খান।

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পরিকল্পনা মন্ত্রী ড. আবদুল মঈন খান।

এসময় বাজেটের সমালোচনা করেতিনি বলেন, মোট বাজেটের ৩৫ দশমিক ৫৬ শতাংশ, অর্থাৎ এক-তৃতীয়াংশের বেশিই হলো ঘাটতি। এ ঘাটতি বৈদেশিক অথবা অভ্যন্তরীণ সোর্স থেকেই ঋণের মাধ্যমে পূরণ করতে হবে।

আজ বৃহস্পতিবার (৩ জুন) বিকাল সাড়ে চারটার দিকে তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়ায় মঈন খান এ মন্তব্য করেন।

এর আগে, বিকালে ৩টার দিকে জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

ড. আবদুল মঈন খান বলেন, অতীতে ক্ষমতায় থাকাকালে বিএনপি দেশকে বারবার বৈদেশিক ঋণনির্ভরতা থেকে মুক্ত করার চেষ্টা করেছে। আওয়ামী লীগ তাদের বিশৃঙ্খল মেগা প্রকল্প ও মেগা দুর্নীতির কারণে দেশের অর্থনীতিকে বারবার বিদেশ নির্ভর করে তুলছে। এর ফলে দেশের প্রতিটি শিশুর মাথায় জন্মের আগেই হাজার হাজার টাকার ঋণের বোঝা চাপানো হচ্ছে। এবারের বাজেট তারই চরম বহিঃপ্রকাশ।



মন্তব্য করুন