শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মাথা ১৮০ ডিগ্রি ঘুরে গেল যুবকের, এরপর যা হল…

অনলাইন ডেস্ক
৯ জুন ২০২১ ০১:০৩ |আপডেট : ৯ জুন ২০২১ ১৩:০০
টিকটকার শেবাট
টিকটকার শেবাট

ভূতের গল্পে কিংবা সিনেমায় দেখা যায় ভূতে ঘাড় মটকে দেয়। কিংবা ভূতের শরীর সামনে থাকলেও মাথা থাকে পেছনে ১৮০ ডিগ্রি ঘোরানো। কেউ কেউ হইতো ভাবছেন বাস্তাবে এমন ঘটনা ঘটতে পারে না। তবে আপনার ধারণা ভুল।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক যুবক তার মাথা ১৮০ ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারেন। তার এ মাথা ঘোরানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে বিস্মিত হয়ে পড়েছেন নেটিজেনরা। 

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়, শেবাট নামে এক টিকটকার এমন অবাক করা কাণ্ড ঘটিয়েছেন। নিজের টিকটক প্রোফাইলে তিনি যে ভিডিওটি শেয়ার করেছিলেন, তাতে দেখা যাচ্ছে, মাঝ রাস্তায় দাঁড়িয়ে তিনি হাত দিয়ে নিজেই নিজের মাথা ঘুরিয়ে দিচ্ছেন। সাধারণত আমরা ঘাড় ৯০ ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারলেও ওই যুবক নিজের ঘাড়টি পুরো ১৮০ ডিগ্রি ঘুরিয়ে ফেলছেন।

এই প্রসঙ্গে এক বিশেষজ্ঞ চিকিৎসক জানান, গোটা বিশ্বে খুব কম মানুষেরই এই গুণ রয়েছে। হাইপারমোবাইল জয়েন্টস বা কানেকটিভ টিস্যু ডিসঅর্ডারের জন্য অনেকেই এই কাজটি করতে পারেন বলে জানান তিনি। 



মন্তব্য করুন