শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাত সাড়ে তিনটায় ক্লাস নিয়ে ফের বিতর্কে উপাচার্য কলিমউল্লাহ

নিজস্ব প্রতিবেদক
১০ জুন ২০২১ ২১:২১ |আপডেট : ১১ জুন ২০২১ ১৬:২৬
রাত সাড়ে তিনটায় ক্লাস নিয়ে নতুন বিতর্কে বেরোবি উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ
রাত সাড়ে তিনটায় ক্লাস নিয়ে নতুন বিতর্কে বেরোবি উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ

রাত সাড়ে তিনটায় ক্লাসে নিয়ে আবার নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

বৃহস্পতিবার (১০ জুন) রাত ৩টা ২৫ মিনিটের দিকে ক্লাস শুরু করে মাত্র ২৫ মিনিট অর্থাৎ ৩টা ৫০ মিনিটে ক্লাস শেষ করেন তিনি। অনলাইনে হওয়া এ ক্লাসে ৬০ জনের মধ্যে ২৮ জন শিক্ষার্থী অংশ নেন। তবে শেষ পর্যন্ত মাত্র ১২ জন শিক্ষার্থী যুক্ত ছিলেন।

বিভাগ সূত্রে জানা যায়, জেন্ডার অ্যান্ড ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের ১২তম ব্যাচের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পলিটিক্যাল থটস কোর্সের দায়িত্ব নিয়েছিলেন নাজমুল আহসান কলিমউল্লাহ। করোনাকালে অনলাইনে ক্লাস না নিলেও গত ৬ জুন থেকে ৯ জুন পর্যন্ত মাত্র চারটি ক্লাস নিয়েছেন তিনি।

এদিকে মধ্যরাতে ক্লাস নেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সমালোচনা করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আবার অনেকেই এত রাতে শিক্ষার্থীদের হয়রানি করার প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

এর আগেও দিনে ২২ ঘণ্টা কাজ করা, দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত থাকা, একাই ২৬টি কোর্সের ক্লাস নেওয়া, অনিয়ম-দুর্নীতিসহ বিতর্কের জন্ম দেন এই উপাচার্য।  

এদিকে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বেরোবির ট্রেজারার হাসিবুর রশীদকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 



মন্তব্য করুন