শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

রিপন চন্দ্র রায়, রাবি প্রতিবেদক
১১ জুন ২০২১ ০১:০৫ |আপডেট : ১১ জুন ২০২১ ১৪:২১
ওমর ফারুক
ওমর ফারুক

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইনান্স বিভাগের শিক্ষার্থী ওমর ফারুকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ চলাকালে তিনি মারা যান। নিহত ওমর ফারুক নওগাঁর আত্রাই উপজেলার জয়নাথপুর গ্রামের মুহসীন আলীর ছেলে। 

এ বিষয়ে ফারুকের সহপাঠী কাওছার হোসেন জীবন বলেন, আজ দুপুরে ফারুকের বাড়িতে বৈদ্যুতিক কাজ চলছিল। এক সময় বিদ্যুৎস্পৃষ্ট হন ফারুক। সেখান থেকে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোজাম্মেল হক জানান, দুপুরে নিজ বাড়িতে গ্রিলের দরজা লাগানোর কাজ করছিলেন তিনি। এমন সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 



মন্তব্য করুন