শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী সিটি এলাকায় শুক্রবার থেকে ‘সর্বাত্মক লকডাউন’

নিজস্ব প্রতিবেদক
১১ জুন ২০২১ ০৩:০৭ |আপডেট : ১১ জুন ২০২১ ২০:৪৫
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করা হয়েছে। আগামীকাল শুক্রবার (১১ জুন) বিকেল ৫টা থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (১০ জুন) রাতে জেলা সার্কিট হাউসে এক জরুরি সভা শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর।

তিনি বলেন, বেশ কয়েক সপ্তাহ ধরে রাজশাহীতে বিশেষ করে রাজশাহী সিটি করপোরেশনে করোনা পরিস্থিতি কিছুটা ঊর্ধ্বমুখী। এ কারণে সার্বিক দিক বিবেচনা করে রাজশাহী সিটি করপোরেশনকে সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময় জরুরি ওষুধ ও খাদ্যদ্রব্য পরিবহন পরিষেবা বাদে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে।

এর আগে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার (৩ জুন) রাজশাহী জেলাকে বিশেষ বিধিনিষেধের আওতায় আনা হয়। সেই বিধিনিষেধে বলা ছিল, সন্ধ্যা সাতটা থেকে সকাল ছয়টা পর্যন্ত জরুরি পরিষেবা ও আম-সংক্রান্ত কার্যক্রম ছাড়া সবকিছু বন্ধ থাকবে। পরে তা সন্ধ্যা সাতটার পরিবর্তে বিকেল পাঁচটা করা হয়।  

 



মন্তব্য করুন