বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নেত্রকোণা সীমান্তে ১৭৫০ কেজি ভারতীয় চা পাতা জব্দ

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা
১১ জুন ২০২১ ০৩:৫৪ |আপডেট : ১১ জুন ২০২১ ১৭:৩৭
জব্দ করা চা পাতা
জব্দ করা চা পাতা

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকা থেকে এক হাজার ৭৫০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য পাঁচ লাখ ২৫ হাজার টাকা।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার গভীর রাতে নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় লেংগুরা ইউনিয়নে অবস্থিত বিওপির হাবিলদার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি টহল দল টহল দিচ্ছিল। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে কালাপানি নামক স্থান থেকে এক হাজার ৭৫০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করে টহল দল। তবে কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি। পরে জব্দকৃত চা পাতা জেলা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য করুন