শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নিউ ইয়র্কে প্রকাশ্য দিবালোকে বাংলাদেশির গাড়ি চুরি

কৌশলী ইমা, যুক্তরাষ্ট্র
১৩ জুন ২০২১ ১৮:৩৯ |আপডেট : ১৩ জুন ২০২১ ২০:২৫
ভুক্তভোগী মোহাম্মদ ইসলাম ও তার চুরি যাওয়া গাড়ি।
ভুক্তভোগী মোহাম্মদ ইসলাম ও তার চুরি যাওয়া গাড়ি।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রকাশ্য দিবালোকে এক বাংলাদেশির গাড়ি চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় শনিবার (১২ জুন) বিকেল ছয়টার দিকে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিট ও ব্রডওয়ের কর্নারে স্টারলিং ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, গাড়ির মালিক মোহাম্মদ ইসলাম তার টয়োটা ক্যামরি (ডিএক্সএল ৮৬৩৫) গাড়িটি জরুরি অবস্থায় চালু রেখে একটি দোকান থেকে খাবার আনতে যান। এসময় ওঁৎ পেতে থাকা গাড়ি চোর চালু করা গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

ঘটনা টের পেয়ে গাড়ির মালিক ইসলাম দ্রুত গাড়ির কাছে আসেন এবং চোরের শার্টের কলার চেপে ধরেন। কিন্তু চোর তাকে ধাক্কা মেরে গাড়ি নিয়ে পালিয়ে যায়। নিরুপায় হয়ে পুলিশে খবর দেন ইসলাম।

জানা যায়, পুলিশ গাড়িটিকে পর্যবেক্ষণে রেখেছে। গাড়ি চোরকে গ্রেপ্তার করতে পারলেই মালিককে গাড়িটি ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন তারা।

ইসলাম জানান, তিনি একাই গাড়ি চোরকে আটকাবার চেষ্টা করেছেন। আশেপাশে অনেক বাংলাদেশিই দাঁড়িয়ে ঘটনাটি দেখছিলেন। কিন্তু কেউই সহায়তার জন্য এগিয়ে আসে নি। গাড়ি ছিনতাইকারীও একজন এশিয়ান বলে উল্লেখ করেন ইসলাম।  



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর