বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সরকারি চাকরিতে ৩ লাখ ৮০ হাজার পদ শূন্য

নিজস্ব প্রতিবেদক
১৬ জুন ২০২১ ০৪:১৯ |আপডেট : ১৬ জুন ২০২১ ১৮:৩৮
জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয়

দেশে সরকারি চাকরিতে তিন লাখ ৮০ হাজার ৯৫৫টি পদ শূন্য। এর মধ্যে তৃতীয় শ্রেণির পদই রয়েছে প্রায় দুই লাখ।

মঙ্গলবার (১৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিজীবীদের তথ্য সংক্রান্ত স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফস, ২০২০ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সরকারি চাকরিতে মোট অনুমোদিত পদ ১৮ লাখ ৮৫ হাজার ৮৬৮টি। এর মধ্যে কর্মরত ১৫ লাখ ৪ হাজার ৯১৩ জন। এর মধ্যে নারী ৪ লাখ ১৪ হাজার ৪১২ জন।

প্রতিবেদনের আরও বলা হয়, শূন্য পদের মধ্যে প্রথম শ্রেণির ৪৬ হাজার ৬০৩টি, দ্বিতীয় শ্রেণির ৩৯ হাজার ২৮টি, তৃতীয় শ্রেণির এক লাখ ৯৫ হাজার ৯০২টি ও চতুর্থ শ্রেণির পদ ৯৯ হাজার ৪২২টি। এ প্রতিবেদনে কর্মকর্তা ও কর্মচারীসংক্রান্ত অন্যান্য তথ্যও রয়েছে।



মন্তব্য করুন