শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নেইমার রেকর্ডে উড়ছে ব্রাজিল, সামনে শুধু পেলে

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২১ ১৫:২৬ |আপডেট : ১৮ জুন ২০২১ ২১:১৮
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কোপা আমেরিকা এদের দ্বিতীয় ম্যাচে এবার পেরুকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। ভেনিজুয়েলার বিপক্ষে ৩-০ গোলে শুরুর পর এবার পেরুকে ৪-০ গোলে হারিয়েছে সেলেসাওরা।

বাংলাদেশ সময় ভোর ছয়টায় শুরু হওয়া এ ম্যাচে দুর্দান্ত খেলেছেন নেইমার। একটি গোল করানোর সঙ্গে নিজে করেছেন আরেকটি গোল। বাকি দুটি গলেও রয়েছে তার পরোক্ষ অবদান। এজন্য তার হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। 

এই গোলের মাধ্যমে তিনি টপকে গেলেন স্বদেশি রোনালদোকে। হলুদ জার্সিতে তার গোলের সংখ্যা ৬৮টি। সামনে আছেন শুধু বিশ্ব ফুটবলের কিংবদন্তি তারকা পেলে। ব্রাজিলের হয়ে পেলের গোল সংখ্যা ৭৭টি। নেইমার যেভাবে খেলে বেড়াচ্ছেন পেলেকে পেছনে ফেলা সময়ের ব্যাপার। 

সাদরুলে গোলে ১১ মিনিটের সময় এগিয়ে যায় ব্রাজিল। এরপর আর পেছনে তাকাতে হয়নি। একে একে গোল করেছে নেইমার রিবেইরো এবং রিচার্সিলন।



মন্তব্য করুন