শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কোপায় মুখোমুখি মেসি-সুয়ারেজ, খেলা দেখাবে যে চ্যানেল

ক্রীড়া ডেস্ক
১৯ জুন ২০২১ ০০:২৩ |আপডেট : ১৯ জুন ২০২১ ১৪:২৫
কোপার ৪৭তম আসরে দ্বিতীয় ম্যাচেই লুইস সুয়ারেজদের মুখোমুখি মেসির আর্জেন্টিনা। ফাইল ছবি: সংগৃহীত
কোপার ৪৭তম আসরে দ্বিতীয় ম্যাচেই লুইস সুয়ারেজদের মুখোমুখি মেসির আর্জেন্টিনা। ফাইল ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। কোপার ৪৭তম আসরে দ্বিতীয় ম্যাচেই লুইস সুয়ারেজদের মুখোমুখি মেসির আর্জেন্টিনা।

টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দুই দল আবারও সম্মুখ সমরে। আর্জেন্টিনা প্রথম ম্যাচে ১-১ ড্র করেছে চিলির সঙ্গে। তবে ম্যাচে মনে রাখার মতো ছিল আর্জেন্টাইন অধিনায়ক ক্ষুদে জাদুকর লিওনেল মেসির অসাধারণ সেই ফ্রি-কিক!

এদিকে টুর্নামেন্টের সর্বাধিক চ্যাম্পিয়ন (১৫) উরুগুয়ের কোপা অভিযান শুরু হচ্ছে এই ম্যাচে দিয়েই। ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার লক্ষ্য এবার শিরোপা দখলে নিয়ে উরুগুয়ের পাশে বসা। আর উরুগুয়ে চাইবে মেসিদের হারিয়ে টুর্ণামেন্টে শুভসূচনা করতে।

বাংলাদেশ সময় শনিবার (১৯ জুন) ভোর ৬টায় শুরু হবে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ। ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। টিভিতে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ সনি টেন টু ও সনি টেন এইচডিতে দেখা যাবে। অনলাইনে দেখতে চাইলে সনি লিভ ও জিও টিভির পর্দায় চোখ রাখতে হবে।



মন্তব্য করুন