শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আল-আকসায় ফের ইসরাইলি পুলিশের হামলা

অনলাইন ডেস্ক
১৯ জুন ২০২১ ০১:৫৮ |আপডেট : ১৯ জুন ২০২১ ১৭:১৭
হামলার পূর্বে সশস্ত্র অবস্থানে ইসরাইলি পুলিশ।
হামলার পূর্বে সশস্ত্র অবস্থানে ইসরাইলি পুলিশ।

দখলকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে পবিত্র জুমার নামাজের পর ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি পুলিশ।

আজ শুক্রবার একটি প্রতিবাদ মিছিলে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি আহত হয়।

জানা যায়, ইসলামের অবমাননার প্রতিবাদে এই মিছিলের উদ্যোগ নিয়েছিলেন ফিলিস্তিনিরা। তবে মিছিল শুরুর আগেই বাব আল-সিলসিলা নামক একটি প্রবেশপথে ইসরাইলি পুলিশ ফিলিস্তিনিদের ওপর রাবার বুলেট, টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড নিক্ষেপ করে।

এসময় মিছিলের জন্য শত শত ফিলিস্তিনি জড়ো হয়েছিলেন। কট্টরপন্থী ইসরায়েলিদের মিছিলের প্রতিবাদেই এই মিছিলের আয়োজন করেন তারা। মঙ্গলবারের মিছিলে ইসরাইলিরা ‘আরবদের মৃত্যু, ‘তোমাদের গ্রাম পুড়ে যাক প্রভৃতি স্লোগান দেন।



মন্তব্য করুন