শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

হাতে চোট, খেলা হচ্ছে না তাসকিনের

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২১ ০২:৫৯ |আপডেট : ১৯ জুন ২০২১ ১৭:২৫
পেসার তাসকিন আহমেদ
পেসার তাসকিন আহমেদ

বাঁ হাত ফেটে যাওয়ায় সেখানে পাঁচটি সেলাই করতে হয়েছে পেসার তাসকিন আহমেদের। আর এতেই ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে খেলা হচ্ছে না মোহামেডানের ফাস্ট বোলার তাসকিনের। তবে এ মাসের শেষে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরে তার খেলতে সমস্যা হবে না।

এর আগে ১৬ জুন খেলাঘর ও মোহামেডানের মধ্যকার ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পান তাসকিন। বাঁ হাত ফেটে যাওয়ায় সেখানে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। আপাতত দুই সপ্তাহের বিশ্রামে থাকবেন তিনি।

এ ব্যাপারে বিসিবি চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী বলেছেন, এসব ক্ষেত্রে দুই সপ্তাহর মতো সময় লাগে ঠিক হতে। আমরা এমনই আশা করছি। জিম্বাবুয়ে সিরিজ নিয়ে আমরা কোনো ঝুঁকি দেখছি না।

এবারের প্রিমিয়ার লিগে তাসকিন আহমেদ খেলেছেন আট ম্যাচ। দলের পক্ষে সর্বোচ্চ ১০টি উইকেটও শিকার করেছেন তিনি।  

এদিকে সুপার লিগে জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও পাবে না মোহামেডান। তিনি ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে গেছেন।

এছাড়া হাঁটুর চোটের কারণে সুপার লিগে খেলবেন না জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার তামিম ইকবাল। তিনি এ লিগে প্রাইম ব্যাংকের হয়ে খেলেছেন।  



মন্তব্য করুন