মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে হাসি মেসিদের মুখে

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২১ ১৭:২৬ |আপডেট : ১৯ জুন ২০২১ ২৩:৪৩
ছবি : এএফপি
ছবি : এএফপি

টানা তিন ম্যাচে এগিয়ে থেকেও পয়েন্ট খুঁইয়েছিল আর্জেন্টিনা। কোপা আমেরিকার শিরোপা জয়ের মিশনে এসেও চিলির সঙ্গে হোঁচট খায় লিওনেল মেসিরা। দলের আত্মবিশ্বাস যোগাতে জয়ের প্রয়োজন ছিল ঢের। গিদো রদ্রিগেজের গোলে সেই কাঙ্খিত জয়ের দেখা পেয়েছে ১৪ বারের চ্যাম্পিয়নরা।

আজ শনিবার ভোরে ব্রাজিলের ইস্তাদিও ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে উরুগুয়েকে ১-০ গোলে জিতেছে কোচ লিওনেল স্কোলানির দল।

ম্যাচের ১৩তম মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। বাম পাশ থেকে মেসিকে ক্রস ধরে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন রদ্রিগেজ। তার একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

ম্যাচের প্রথম থেকে বল নিজেদের পায়ে রেখে আক্রমণ বাড়ায় উরুগুয়ে। তবে রোমেরো-আকুনইয়াদের নিয়ে গড়া জমাট রক্ষণ ভাঙতে পারেননি লুইস সুয়ারেজ-এলিসন কাভানিরা। বিপরীতে বল পেলেই আক্রমণ বাড়িয়েছে আর্জেন্টিনা। 

পুরো ম্যাচে আর্জেন্টিনা ৯টি শট নিয়েছে বিপরীতে মাত্র ৪টি শট নেয় উরুগুয়ে।  গোল লাইনে আর্জেন্টিনার ৬টি শট নিলেও একটিও নিতে পারেনি সুয়ারেজরা। টানা পাঁচ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে গোলহীন তারা।



মন্তব্য করুন