শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

করোনায় যবিপ্রবির দুই শিক্ষকসহ আক্রান্ত ৮

ড. সৈয়দ মো. গালিব ও সহযোগী অধ্যাপক ড. মো. আলম হোসেন।
ড. সৈয়দ মো. গালিব ও সহযোগী অধ্যাপক ড. মো. আলম হোসেন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দুইজন শিক্ষকসহ মোট ৮ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী আক্রান্ত হয়েছেন।

আক্রান্তরা হলেন- প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব এবং  বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আলম হোসেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়েছেন যবিপ্রবি ৬ জন কর্মকর্তা, কর্মচারী। 

ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা আক্রান্ত বাকিরা হলেন- যবিপ্রবির সাইন্টিফিক অফিসার জাহাঙ্গীর হোসেন, অফিস সহকারী  সুমন হোসেন, বাবুর্চি মারুফ হোসেন ও পাম্প অপারেটর হাফিজুর রহমান।

এছাড়াও অর্থ দপ্তরের হাবিবুর রহমান ও ডরমেটরির শরিফুল ইসলাম গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।



মন্তব্য করুন