শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরে ই-ট্রাফিক প্রসিকিউশন ফাইন পরিশোধ করা যাবে উপায়-এ

নিজস্ব প্রতিবেদক
২০ জুন ২০২১ ১৯:৫৫ |আপডেট : ২০ জুন ২০২১ ২১:৪৯
উপায় এর সাথে চাঁদপুর জেলা পুলিশের চুক্তি সই
উপায় এর সাথে চাঁদপুর জেলা পুলিশের চুক্তি সই

ট্রাফিকের মামলা দায়ের জটিলতা ও জরিমানা পরিশোধের ভোগান্তি কমাতে মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায় এর সাথে চাঁদপুর জেলা পুলিশের সম্প্রতি একটি চুক্তি হয়েছে। এই চুক্তির ফলে ট্রাফিক মামলার ফাইন উপায়-এর মাধ্যমে পরিশোধ করে তাৎক্ষণিকভাবে মামলা নিস্পত্তি করা যাবে।

ইউসিবি ফিনটেক কোম্পানী লি (উপায়)-এর পরিচালনা পর্ষদের পরিচালক জনাব এটিএম তাহমিদুজ্জামান এফসিএস এবং চাঁদপুর জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মো. মিলন মাহ্মুদ, বিপিএম (বার) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটিতে স্বাক্ষর করেন।

উপায় এর পক্ষে পরিচালক (বিজনেস সেল্স) সাদ মোহাম্মদ ফজলুল করিম, সহকারি পরিচালক (বিজনেস সেল্স) হাসান মো. জাহিদ এবং চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠনে উপস্থিত ছিলেন।

সর্বস্তরের জনসাধারণকে আরও বৃহৎ পরিসরে আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবিসিডিয়ারি উপায় চলতি বছরের মার্চ মাসে যাত্রা শুরু করে।



মন্তব্য করুন