শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে মোদির চিঠি

নিজস্ব প্রতিবেদক
২১ জুন ২০২১ ০৪:৪১ |আপডেট : ২২ জুন ২০২১ ০১:৩০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়ে করোনা মহামারি কাটিয়ে ওঠার আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ ২১ জুন আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষে লেখা চিঠিতে মোদি বলেন, আমি এখনও আশাবাদী যে মানবতায় সাহায্যে এই মহামারি শিগশিরই কাটিয়ে উঠা যাবে।

চিঠিতে মোদি দিবসটি সাফল্যমণ্ডিত করতে বাংলাদেশের অংশগ্রহণের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ সময় সামনের বছরগুলোতেও শেখ হাসিনা সরকার আন্তর্জাতিক ইয়োগা দিবস উৎসাহের সঙ্গে উৎযাপন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী।  

মোদি লিখেন, গত বছরের মতো এবারও করোনা মহামারির মধ্যে দিসবটি পালন হচ্ছে। মহামারির বিরুদ্ধে করোনা যোদ্ধারা অসাধারণ লড়াই করেছে বলে জানিয়েছে মোদি।

এ বছর আন্তর্জাতিক ইয়োগা দিবসের প্রতিপাদ্য সুস্থতার জন্য ইয়োগা। এর আগে ২০১৪ সালে জাতিসংঘ ২১ জুনে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালনের সিদ্ধান্ত নেয়। 



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর