বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

জাপান অলিম্পিকে করোনার হানা

ক্রীড়া ডেস্ক
২১ জুন ২০২১ ১৪:৫৩ |আপডেট : ২২ জুন ২০২১ ০১:৩৯
আগামী ২৩ জুলাই টোকিও শহরে  শুরু হচ্ছে অলিম্পিকের এবারের আসর।
আগামী ২৩ জুলাই টোকিও শহরে শুরু হচ্ছে অলিম্পিকের এবারের আসর।

অলিম্পিকের এবারের অনুষ্ঠিতব্য আসর বসছে জাপানের টোকিও শহরে। আগামী ২৩ জুলাই শুরু হচ্ছে অলিম্পিক গেমস।

অন্যান্য বারের মতো এবারের আসর রং হারিয়েছে মহামাররি করোনাভাইরাসের সংক্রমণ সৃষ্ট পরিস্থিতির কারণে। এবার এসেছে আরেক দুঃসংবাদ। টোকিও অলিম্পিকে যোগ দিতে আসা এক খেলোয়াড়ের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

জানা যায়, তিনি উগান্ডার অ্যাথলেটিক টিমের খেলোয়াড়। আপাতত তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। এদিকে জাপান সরকার জানিয়েছে, করোনা প্রতিরোধে সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খেলার সঙ্গে যুক্ত সকলকে দেওয়া হয়েছে কোভিড প্রতিরোধী টিকা। এছাড়া খেলোয়াড়, কর্মকর্তা এবং সাংবাদিকদের যাতায়াতে নিয়ন্ত্রণ রাখা হবে। তারা হোটেল এবং স্টেডিয়াম ছাড়া আর কোথাও যেতে পারবেন না। দলের জন্য তৈরি হচ্ছে বায়োবাবল।

এত আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থার পরও আশঙ্কা দেখা দিলো অলিম্পিক শুরু হওয়ার আগেই উগান্ডার খেলোয়াড়ের শরীরে করোনা মিলায়। বেশ কিছুদিন ধরে উগান্ডায় করোনার প্রকোপ বেড়েছে। ওই খেলোয়াড় নিজের দেশ থেকেই করোনা নিয়ে এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে। টোকিও বিমানবন্দরে তার করোনা ধরা পড়ে। তবে দলের বাকি আট সদস্যের রিপোর্ট নেগেটিভ এসেছে।


মন্তব্য করুন