মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

স্থগিত ২০৪ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক
২১ জুন ২০২১ ১৫:০৮ |আপডেট : ২২ জুন ২০২১ ০৩:২৩
একটি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। ছবি: সংগৃহীত
একটি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। ছবি: সংগৃহীত

সারাদেশে স্থগিত প্রথম ধাপের ২০৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

আজ সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে। একই দিন ১১টি পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনেও ভোট হচ্ছে।

এর আগে গতকাল রোববার সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে নির্বাচনী সামগ্রী বুঝিয়ে দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এসকল সামগ্রী সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে আগেই। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে সকল ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তারা।

তবে করোনা সংক্রমণ এড়াতে ভোটারদের স্বাস্থ্যবিধি মানার প্রতি জোর দেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।



মন্তব্য করুন