মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শনাক্তের হার ১৯.২৭ শতাংশ, মৃত্যু ৭৮

অনলাইন ডেস্ক
২১ জুন ২০২১ ২১:৫২ |আপডেট : ২২ জুন ২০২১ ১৭:০৪
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

করোনাভাইরাস সংক্রমিত রোগ কোভিড-১৯ শনাক্ত রোগীর হার বেড়েছে। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৯ দশমিক ২৭ শতাংশ। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৩৬ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৭৮ জনের।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৫৭টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৫৭টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ২৭ শতাংশ। হিসাব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৫৬ হাজার ৩০৪ জন।

এতে আরও বলা হয়, করোনায় একদিনে মৃত্যু হয়েছে ৭৮ জনের। এ নিয়ে করোনায় দেশে মোট ১৩ হাজার ৬২৬ জনের মৃত্যু হলো। এছাড়া ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৮২৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৭ লাখ ৮৫ হাজার ৪৮২ জন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিলো গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।



মন্তব্য করুন