শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

প্রতীক্ষা

শামীমা আক্তার
২২ জুন ২০২১ ১৮:৪৯ |আপডেট : ২২ জুন ২০২১ ২০:৪০
শামীমা আক্তার
শামীমা আক্তার

শামীমা আক্তারের কবিতা প্রতীক্ষা

কালের যাত্রা দিয়াছে ধ্বনি
কেঁপে উঠে হৃদয় স্পন্দন।
রুদ্র পিষ্ট বক্ষ আঁধারে
আজ কেঁদে ওঠে মেঘের গর্জন।


ওগো বন্ধু তুমি শুনিতে কি পাও!

ওগো বন্ধু তুমি কি ভেবেছো তারে,

এই নির্জন দুপুরে যদি আসে সে

তারে স্বাগত জানাও।

 

এই দুঃসাহসী ভ্রমণের পথে,

এই রুদ্র ছায়ার মেঘের দুয়ারে,

তোমা হতে দিও তারে মনেরও দরজা খুলি।

ওগো বন্ধু এই বিরঙ্গনা দক্ষিণো দুয়ারে

আজি নব প্রভাতে শিখরও বিহরে এসো! এসো! পায়ের ধুলো নিয়ে।

 

এই রথের চঞ্চলো বেগে বাতাসে সুরের ধ্বনি ফেলে,

এই পথের ফিরিবার দূর হতে যদি দেখো চাহি- আসিয়াছে সে উড়ন্ত ঘোড়ার পিঠে।

তোমার পা দুটি গুটিয়ে মাটির বুকে মাথা নিচু করে স্বাগত জানাও তারে।

 

হে বন্ধু! এই রাজ্যে বিরহ মাঠে বিদায় না দিও তারে।

এই ভুক্ষ শরীরে তারে আহার করাও আছে যা ঘরে।

 

কোনো দিন কর্মহীন পূর্ণ অবকাশে,

বসন্ত বাতাসে অতীতের কথায় বহিবে দীর্ঘশ্বাস,

এই ছড়া বকুলের কান্না ভরা সুরে-

তুমি খুঁজে দেখো এই নব প্রভাতে আছি তোমার হৃদয়ে বসে।



মন্তব্য করুন