মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সাড়ে ৪৫ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদশিক মুদ্রার রিজার্ভ

নিজস্ব প্রতিবেদক
২৫ জুন ২০২১ ০৩:০১ |আপডেট : ২৬ জুন ২০২১ ০৩:৩৮
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

করোনাভাইরাস মহামারির মধ্যেই দেশে রেকর্ড সংখ্যক বৈদশিক মুদ্রা এসেছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর ভর করে দেশের বিদেশি মুদ্রার রিজার্ভ সাড়ে ৪৫ বিলিয়ন ডলার ছাড়ানোর নতুন রেকর্ড করেছে।

বৃহস্পতিবার (২৪ জুন) দিন শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৫৯ বিলিয়ন ডলার, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। 

এই রিজার্ভ দিয়ে প্রতি মাসে চার বিলিয়ন ডলার হিসেবে ১১ মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব। যদিও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, এক সপ্তাহের ব্যবধানে বিদেশি মুদ্রার সঞ্চয়ন বেড়েছে ১২ কোটি ৬২ লাখ ডলার। এদিকে চলতি বছরের ১১ মাসে অর্থ্যাৎ ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের মে মাস পর্যন্ত প্রবাসীরা ২২ দশমিক ৮৪ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩৯ দশমিক ৪৮ শতাংশ বেশি।



মন্তব্য করুন