শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে করোনায় আক্রান্তের পর সুস্থ ২১ কোটি ৫৬ লাখ

অনলাইন ডেস্ক
১১ অক্টোবর ২০২১ ০২:৩৬ |আপডেট : ১১ অক্টোবর ২০২১ ১১:৩০
ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস/অমিত চক্রবর্তী
ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস/অমিত চক্রবর্তী

বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়েছে মহামারি করোনাভাইরাস। ভাইরাসটির ভয়াল থাবায় প্রাণ হারিয়েছেন ৪৮ লাখ ৬৫ হাজার ৩৪৪ জন। তবে করোনাকে জয় করা মানুষের সংখ্যাও কম নয়। বিশ্বে করোনায় সংক্রমিত হওয়ার পর আবারও সুস্থ হয়ে উঠেছেন ২১ কোটি ৫৬ লাখ ৩৪ হাজার ৯৭৪ জন।

আজ রোববার (১০ অক্টোবর) রাত সাড়ে দশটা পর্যন্ত আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ৫২৬ জন। করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন চার কোটি ৫১ লাখ ৮৩ হাজার ১১৬ জন। মোট মৃতের সংখ্যা সাত লাখ ৩৩ হাজার ৫৮ জন। সুস্থ হয়েছেন তিন কোটি ৪৬ লাখ ৩০ হাজার ৬৫৪ জন। 

আক্রান্তে দ্বিতীয় ও মৃতে তৃতীয় অবস্থানে রয়েছে এশিয়ার দেশ ভারত। দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা তিন কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৭৩০ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৫০ হাজার ৬৯৯ জন।

আক্রান্তে তৃতীয় ও মৃতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই কোটি ১৫ লাখ ৬৭ হাজার ১৮১ জন। মারা গেছেন ছয় লাখ ৮৮০ জন।

চতুর্থ অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৮১ লাখ ২০ হাজার ৭১৩ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩৭ হাজার ৬৯৭ জন।

পঞ্চম স্থানে আছে রাশিয়ার নাম। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৭ লাখ ৭৫ হাজার ৩৬৫ জন। আর মৃত্যু হয়েছে দুই লাখ ১৬ হাজার ৪১৫ জন।



মন্তব্য করুন