বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নেপালে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
১২ অক্টোবর ২০২১ ১৬:৩৬ |আপডেট : ১৩ অক্টোবর ২০২১ ১২:৩০
হেলিকপ্টার ও নিয়মিত ফ্লাইটের মাধ্যমে আহতদের হাসপাতালে নেওয়া হয়
হেলিকপ্টার ও নিয়মিত ফ্লাইটের মাধ্যমে আহতদের হাসপাতালে নেওয়া হয়

নেপালে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছের আরও ১৪ জন।

আজ মঙ্গলবার (১২ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। বাসটি পাহাড় থেকে নামার সময় খাদে পড়ে যায়। দেশটির স্থানীয় এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে শিনহুয়া নিউজ এজেন্সি।

স্থানীয় গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২৪ জনের মৃত্যু হয়। চারজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান। দেশটির কর্ণালী প্রদেশের মুগু জেলার পিনা গাউনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাসটিতে স্টাফসহ মোট ৪২ জন যাত্রী ছিল।

গুরুতর আহতদের মধ্যে ১৪ জনকে হেলিকপ্টার এবং নিয়মিত ফ্লাইটের মাধ্যমে হাসপাতালে পাঠানোর কথা জানিয়েছেন প্রধান জেলা কর্মকর্তা রম বাহাদুর মাহাত।

তিনি বলেন, নিহতদের অধিকাংশই শিক্ষার্থী এবং অভিবাসী শ্রমিক। নেপালের সবচেয়ে বড় উৎসব দশাইন উপলক্ষ্যে তারা ভারত থেকে নেপালের উদ্দেশ্যে যাচ্ছিল। হঠাৎ টায়ার বিস্ফোরণ হলে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আর তাতেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।



মন্তব্য করুন