বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কোরআন শরীফ অবমাননা : কুমিল্লায় বিজিবি মোতায়েন, তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২১ ১৫:৪১ |আপডেট : ১৪ অক্টোবর ২০২১ ০৭:১০
কুমিল্লায় বিজিবি মোতায়েন। ছবি: সংগৃহীত
কুমিল্লায় বিজিবি মোতায়েন। ছবি: সংগৃহীত

কুমিল্লায় কুরআন অবমাননার অভিযোগের পর সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে। আর ঘটনার সত্যতা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

দুপুরের দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়।

এর আগে কুমিল্লার একটি মন্দিরকে নিয়ে বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে উত্তেজনার সূত্রপাত হয়। এক পর্যায়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি শান্ত করতে গেলে তারাও তোপের মুখে পড়ে। এ সময় সেখানে সংঘর্ষের ঘটনাও ঘটে।

বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, কুমিল্লায় যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, এজন্যে দুপুরে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।



মন্তব্য করুন