শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

শ্বাসরুদ্ধকর জয়ে আইপিএলের ফাইনালে কলকাতা

ক্রীড়া ডেস্ক
১৩ অক্টোবর ২০২১ ১৮:০৭ |আপডেট : ১৪ অক্টোবর ২০২১ ০৮:৫৬
কলকাতা নাইট রাইডার্স দলের খেলোয়াড়রা
কলকাতা নাইট রাইডার্স দলের খেলোয়াড়রা

দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএলের ১৪তম আসরের ফাইনালে উঠেছে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স।

আজ বুধবার (১৩ অক্টোবর) শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৩ উইকেটে হারায় তারা।

আগে ব্যাট করে মাত্র ১৩৫ রানে থেমে যায় দিল্লির ইনিংস। জবাবে ৯৬ রানের উদ্বোধনী জুটির পরেও ম্যাচ জিততে শেষ ওভারে যেতে হয়েছে কলকাতাকে। শেষপর্যন্ত রাহুল ত্রিপাঠির ছয়ের মারে এক বল আগে ম্যাচ জিতে নেয় কলকাতা, পেয়ে যায় ফাইনালের টিকিট।

শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় সাত রানের। উইকেটে তখন রাহুল ত্রিপাঠি ও সাকিব আল হাসান। প্রথম বলে সিঙ্গেল নেন ত্রিপাঠি। এর পরের বল ডট খেলেন সাকিব। আগের ম্যাচের মতো স্কুপ মারতে গিয়ে অশ্বিনের ওভারের তৃতীয় বলে লেগ বিফোর হয়ে ফিরে যান প্যাভিলিয়নে। তার পরের বলে ছক্কা হাঁকাতে গিয়ে লংঅফে ধরা পড়েন সুনিল নারিন। তখনই কলকাতার জন্য কঠিন হয় ম্যাচটি।

শেষ দুই বলে জিততে দরকার ছিলো ছয় রান। নারিন আউট হওয়ার সময় ব্যাটাররা নিজেদের ক্রস করায় স্ট্রাইক পান ত্রিপাঠি। তিনি অশ্বিনের শর্ট লেন্থের বলটি সোজা বোলারের মাথার ওপর দিয়ে হাঁকান ছক্কা। যার ফলে সহজ ম্যাচে শ্বাসরুদ্ধকর এক জয়ই পায় কলকাতা।

আগামী শুক্রবার (১৫ অক্টোবর) ফাইনালে কলকাতার প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস।



মন্তব্য করুন