শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ডেঙ্গু : ২৪ ঘণ্টায় আরও ১৮৩ জন হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২১ ১৪:০১ |আপডেট : ১৫ অক্টোবর ২০২১ ১১:১৪
পুরোনো ছবি
পুরোনো ছবি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ২০ হাজার ৯১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া, চলতি বছর ডেঙ্গুতে মোট ৮২ জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ সব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ভর্তি হয়েছেন ১৬২ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২১ জন।

চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে অক্টোবরে ২ হাজার ৭১৫ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

এ ছাড়া, এ বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ৮২ জনের মধ্যে চলতি মাসে ১৩ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাই মাসে ১২ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৯০৬ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৬৬ জন।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর