মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সারাদেশে মুঠোফোনে থ্রিজি-ফোরজি ইন্টারনেট বন্ধ

নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর ২০২১ ০৪:৪২ |আপডেট : ১৫ অক্টোবর ২০২১ ১৫:০২
থ্রিজি-ফোরজি ইন্টারনেট সেবা
থ্রিজি-ফোরজি ইন্টারনেট সেবা

সারাদেশে আজ শুক্রবার ভোর থেকে মুঠোফোনে দ্রুতগতির থ্রিজি-ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। অপারেটর সূত্রে জানা গেছে, ভোর পাঁচটা থেকে এই সেবা বন্ধ রাখা হয়েছে। তবে যথারীতি চালু আছে ব্রডব্যান্ড লাইন।

কী কারণে ইন্টারনেট বন্ধ সেটা জানা যায়নি। এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বক্তব্য প্রাথমিকভাবে পাওয়া যায়নি।

গতকাল বুধবার প্রথমে কুমিল্লায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়। এরপর আরও পাঁচটি জেলায় ধাপে ধাপে ইন্টারনেট বন্ধ করা হয়।

দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ করা জেলাগুলো হলো কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী ও চাঁদপুর। গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা মুঠোফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।



মন্তব্য করুন