শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

‘তুমি’ সম্বোধন করায় কুবির হলে ব্যাচভিত্তিক সংঘর্ষ, ৫ শিক্ষার্থী আহত

কুবি প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২১ ০৬:১৯ |আপডেট : ১৫ অক্টোবর ২০২১ ১৮:৩৭
কুবির হলে ব্যাচভিত্তিক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
কুবির হলে ব্যাচভিত্তিক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সিনিয়র ব্যাচের শিক্ষার্থীকে ‘তুমি’ সম্বোধন করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১২তম এবং ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জনের বেশি শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে এমন পরিস্থিতি তৈরি হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে পদার্থবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বাধন ১২তম ব্যাচের অন্য শিক্ষার্থীকে তুমি বলে সম্বোধন করেন। যার ফলে ১২তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী বাধনকে তাদের রুমে গিয়ে শাসায়। 

পরবর্তীতে এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাধনের বেশ কয়েকজন বন্ধু মিলে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শাফীকে মারধর করতে থাকে। শাফীকে মারধরের খবর পেয়ে তার বন্ধুরা রুমের দরজা ভেঙে শাফীকে ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের হাত থেকে উদ্ধার করে।

এই ঘটনায় দুই ব্যাচ মারমুখী হয়ে উঠলে দত্ত হলের ছাত্রলীগের নেতাকর্মীরা এসে সংঘর্ষে লিপ্ত দুই ব্যাচের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের কক্ষে নিয়ে গিয়ে মীমাংসা করেন।

এ বিষয়ে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্ত বলেন, আমি জেনেছি কথা-কাটাকাটি'র জেরে দুই ব্যাচের মাঝে উচ্চ বাক্য বিনিময় হয়। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে গিয়ে সাংগঠনিকভাবে তাদেরকে মিটমাট করে দিয়েছি।

দুই ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে মারামারির এমন ঘটনাকে অপ্রত্যাশিত উল্লেখ করে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদ বলেন, এ ঘটনাটি ঘটেছে শিক্ষার্থীদের মধ্যে ম্যাচিউরিটির অভাবে। ১৩তম ব্যাচের শিক্ষার্থী ১২তম ব্যাচের শিক্ষার্থীদের সাথে বেয়াদবি করবে সেটা অপ্রত্যাশিত।

এ বিষয়ে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ড. মোহাম্মদ জুলহাস মিয়া বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। যদি হলে আসলে এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তদন্ত কমিটি গঠন করে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর