শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ভর্তি পরীক্ষায় ব্লুটুথ ডিভাইসসহ শিক্ষার্থী আটক

মেজবা রহমান, বশেমুরবিপ্রবি
১৭ অক্টোবর ২০২১ ১৪:১৪ |আপডেট : ১৭ অক্টোবর ২০২১ ১৪:২৮
ইলেক্ট্রনিক ডিভাইস ব্লুটুথসহ ধরা পড়া শিক্ষার্থী
ইলেক্ট্রনিক ডিভাইস ব্লুটুথসহ ধরা পড়া শিক্ষার্থী

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা চলাকালীন এক শিক্ষার্থী ইলেক্ট্রনিক ডিভাইস ব্লুটুথসহ হাতেনাতে ধরা পড়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং রুমের দীন ইসলাম নামের এক শিক্ষার্থীর কাছ থেকে ইলেক্ট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, পরীক্ষা চলাকালীন ব্লুটুথ ডিভাইসসহ দ্বীন ইসলাম নামক এক পরীক্ষার্থী ধরা পরলে তার ভর্তি পরীক্ষা বাতিল করে পুলিশে সোপর্দ করা হয়েছে। 

উল্লেখ্য, আজ রোববার (১৭ অক্টোবর) দুপুর ১২টায়   ইউনিটের পরীক্ষায় মধ্য দিয়ে দেশের ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভিত্তিক সমন্বিত ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।



মন্তব্য করুন