বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পরবর্তী সময়

প্রদীপ্ত মোবারক
১৮ অক্টোবর ২০২১ ০৭:০৯ |আপডেট : ১৮ অক্টোবর ২০২১ ১২:১২
কবি প্রদীপ্ত মোবারক
কবি প্রদীপ্ত মোবারক

কবি প্রদীপ্ত মোবারক একজন সুপরিচিত আধুনিক কবি। তার কবিতার প্রধান বিষয়বস্তু হচ্ছে প্রেম-দ্রোহ; সমাজচেতনা ও দেশপ্রেম। এছাড়াও তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য আধুনিকতা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনা শেষ করেন প্রদীপ্ত মোবারক। বর্তমানে বাংলা কবিতার ছন্দ নিয়ে গবেষণার কাজ করছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে।

মেট্রোর শহরে প্লাগইন হতে চলছে বহুদিনের চেনা পথ

নতুন পরিবর্তনের সাথে সাথে মানুষও

জোনাকি ভরা রাত আর প্রেম মাখা দিন ভুলে গিয়ে,

ভালোবাসার ফেব্রিকে দৃশ্য বদলে দেয়।

এরপর শুরু হবে একচেটিয়া যান্ত্রিক উপশাসন...!



মন্তব্য করুন