মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে গৃহবধু লিজা’র হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি
২১ অক্টোবর ২০২১ ১৫:৪৮ |আপডেট : ২২ অক্টোবর ২০২১ ০৩:১৬
ঠাকুরগাঁওয়ে গৃহবধু লিজা’র হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে গৃহবধু লিজা’র হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়া হেডস এর মোড়ে গত শনিবার (১৬ অক্টোবর) আনুমানিক রাত ৮টায় পরিবারের লোকজনের সামনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে দুই সন্তানের মা মুসলেমিনা আক্তার লিজা (৩০)।

পরে প্রতিবেশীরা লাশ উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। কিন্তু তার পরের দিন রোববার এ ঘটনায় লিজার বাবা এস এম মুরশিদ বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ঠাকুরগাঁও চৌরাস্থায় লিজার প্রতিবেশি ও পরিবারের লোকজন লিজাকে হত্যাকারী স্বামী অন্য আসামিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করে।

লিজাকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার নাটক করা হচ্ছে এমন অভিযোগ তোলেন লিজার বাবা। মেয়েকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন বাবা।

মানববন্ধনে লিজার বাবা বলেন, আমার মেয়েকে নির্মমভাবে হত্যা করেছেন তার পাষণ্ড স্বামী জবাইদুল রহমান জুয়েল (৩৮) ও তার পরিবারের লোকজনেরা। পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমার মেয়েকে।

অভিযোগে বলা হয়, দীর্ঘ দিন ধরে আসামি জুয়েল পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েছে। সে কারণে জুয়েল আমার মেয়ের সংসারে কোনো প্রকার খরচ দিতো না ও বাসায় যেত না। কিছু বললেই আমার মেয়েকে নির্মম অত্যাচার করতো। এজন্য কয়েকবার পারিবারিকভাবেও আলোচনা করা হয় ও জুয়েলকে সাবধান করা হয়। পরে জুয়েল আমার কাছে ১ লাখ টাকা দাবি করে আমি সেটা দিতে না পারায় সে আমার মেয়েকে হত্যা করে।

লিজার প্রতিবেশি ও পরিবারের লোকজন বলেন, থানায় অভিযোগ দেওয়া হয়েছে এখন দ্রুত আসামিদের গ্রেপ্তারের ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি।



মন্তব্য করুন