শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আন্ধারমানিক নদী ও ইলিশের অভায়াশ্রম রক্ষার দাবিতে মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২১ ১১:৩৯ |আপডেট : ২৪ অক্টোবর ২০২১ ১২:৩৮
আন্ধারমানিক নদীকে দখল ও দূষণমুক্ত করার দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটার কিপার্স বাংলাদেশের মানববন্ধন
আন্ধারমানিক নদীকে দখল ও দূষণমুক্ত করার দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটার কিপার্স বাংলাদেশের মানববন্ধন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ইলিশের অভয়াশ্রম রক্ষায় আন্ধারমানিক নদীকে দখল ও দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটার কিপার্স বাংলাদেশ।

আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবস-২০২১ উপলক্ষে রোববার (২৪ অক্টোবর) বেলা ১১টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত মানববন্ধনে অসংখ্য পরিবেশ কর্মীসহ শত শত সাধারণ মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কলাপাড়া অঞ্চলের সভাপতি ও খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শাহাদাৎ হোসেন বিশ্বাস, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মিজানুর রহমান, কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু, কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের এডমিন মো. কামাল হোসেন রনি। 

এ সময়ে আরও উপস্থিত ছিলেন আমরা কলাপাড়াবাসীর এডমিন মো.আল ইমরান, কলাপাড়া ইসলামী সাংস্কৃতিক সংসদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ফিচার রাইটার্স এসোসিয়েশন অব বাংলাদেশের কন্ট্রিবিউটার নাজমুস সাকিব, পরিবেশ কর্মী মো. মিজান প্রমুখ।

সভায় বক্তারা ইলিশের অভয়াশ্রম রক্ষায় আন্ধারমানিক নদীর দখল-দূষণ বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি কুয়াকাটা সৈকতের বেলাভূমির ক্ষয়রোধে সঠিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান। সেইসঙ্গে উপকূলের সংরক্ষিত বনাঞ্চল রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আবেদন জানানো হয়।

মানববন্ধনে বাপার কলাপাড়া অঞ্চলের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মাননু বলেন, আন্ধারমানিক নদীর দুপাশে গড়ে ওঠা ইটভাটাগুলো পরিবেশকে বিনষ্ট করছে। আমরা প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে দ্রুত এ স্থাপনার ব্যাপারে পদক্ষেপ নিয়ে আন্ধার মানিককে রক্ষা করা হয়।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর