শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলা না করার আবেদন বাদীর

নিজস্ব প্রতিবেদক
২৪ অক্টোবর ২০২১ ১২:১৬ |আপডেট : ২৫ অক্টোবর ২০২১ ০৬:০৩
সিরাজুল ইসলাম চৌধুরী। পুরোনো ছবি
সিরাজুল ইসলাম চৌধুরী। পুরোনো ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ তিন জনের বিরুদ্ধে আপাতত মামলা না চালাতে এবার আদালতে আবেদন জানিয়েছেন চট্টগ্রামের যুবলীগ নেতা নাজিম উদ্দিন সুজন।

পুরনো একটি লেখায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তির অভিযোগে গত মঙ্গলবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে সিরাজুল ইসলাম চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলার আবেদন করেছিলেন তিনি।

নাজিম উদ্দিন সুজন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজার আদালতে মামলা আপাতত না চালানোর আবেদন করেন তিনি।

নাজিম উদ্দিনের আইনজীবী মুজিবুর রহমান বলেন, ‘মামলার আবেদনে তথ্যগত ভুল আছে। তাই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজার আদালতে মামলাটি “নট প্রেস” এর জন্য আবেদন দিয়েছি। আদালত আবেদন গ্রহণ করেছেন। এক্ষেত্রে পরবর্তীতে আবার মামলাটি পুনরুজ্জীবিত করার সুযোগ আছে।’

গত মঙ্গলবার ম্যাজিস্ট্রেট আদালতে সিরাজুল ইসলাম চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করেছিলেন নাজিম উদ্দিন। বাকি দুজন হলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ এবং লেখক নেছার আহমেদ।

মামলার আবেদনের ব্যাপারে গত বুধবার অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এক প্রতিক্রিয়ায় দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, ‘যে লেখাটি নিয়ে মামলার আবেদন করা হয়েছে তা আমার প্রবন্ধ সংগ্রহের চতুর্থ খণ্ডে আছে। ছাপা হয়েছে ২০০৬ সালে।’

এই ইমেরিটাস অধ্যাপক আরও বলেন, ‘এভাবে পুরনো লেখা খুঁজে খুঁজে মামলা করলে তো আর লেখালেখি করা যাবে না। তাহলে তো রবীন্দ্রনাথের বিরুদ্ধেও মামলা করতে হবে।’



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর