শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রূপগঞ্জে মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকী, বাড়িঘরে হামলা-ভাংচুর

রূপগঞ্জ প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২১ ১২:৩৩ |আপডেট : ২৪ অক্টোবর ২০২১ ১২:৫৯
ক্ষতিগ্রস্ত ব্যাংক কর্মর্তার বাড়ি
ক্ষতিগ্রস্ত ব্যাংক কর্মর্তার বাড়ি

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার (২৩ অক্টোবর) রাতে প্রতিবেশীরা ব্যাংক কর্মকর্তার বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকায় ।

হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যাংক কর্মকর্তা রাসেল ভুঁইয়া বাদি হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। এর আগেও হামলাকারীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় বেশ কয়েকটি অভিযোগ দায়ের করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাহনা এলাকার নাজির উদ্দিন ভুঁইয়ার ছেলে ব্যাংক কর্মকর্তা রাসেল ভুঁইয়ার সঙ্গে পাশের বাড়ির সানোয়ার হোসেন ভুঁইয়ার বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে নারায়ণগঞ্জ আদালতে মামলাও রয়েছে। জোরপূর্বক জায়গা দখলের অভিযোগে রূপগঞ্জ থানায় একাধিক জিডি ও প্রসিকিউশন মামলা দায়ের করা হয়েছে।

মামলা তুলে না নেওয়ায় প্রতিপক্ষ শনিবার (২৩ অক্টোবর) রাতে রামদা, খুন্তি, টেটা, বল্লম, লাঠিসোটা নিয়ে রাসেল ভুঁইয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় ঘরের দরজা তালাবদ্ধ থাকায় হামলাকারীরার প্রধান গেট, নেমপ্লেট ভাংচুর করে। একপর্যায়ে বাড়িতে প্রবেশের সড়কে থাকা ঢালাইও উপড়ে ফেলা হয়। শেষ পর্যন্ত রাসেল ভুঁইয়া ৯৯৯-এ ফোন করলে রাতেই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ সময় অস্ত্রশস্ত্রে সজ্জিত থাকাবস্থায় সামসুউদ্দিন ভুঁইয়া হাসুর ছেলে সানোয়ার হোসেন ভুঁইয়ামোশারফ হোসেন ভুঁইয়াসানোয়ার হোসেনের স্ত্রী ফরিদা বেগমমোশারফ ভুঁইয়া স্ত্রী নাজমা বেগমমেয়ে শাহিনুর আক্তার পালিয়ে যায়। এর আগেও হামলাকারীরা দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে রাসেল ভুঁইয়ার উপর হামলা চালায়।

এ ব্যাপারে ব্যাংক কর্মকর্তা রাসেল ভুঁইয়া জানানপ্রতিনিয়ত মামলা তুলে না নিলে বাড়িঘর ভাংচুরসহ পরিবারের লোকজনকে হত্যার হুমকি দিয়ে আসছিল। শনিবার (২৩ অক্টোবর) রাতে একই কারণে বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়েছে। এ সময় প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানানঅভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। আসামিদের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে।



মন্তব্য করুন