বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

তাইওয়ানে বড় ভূমিকম্প

অনলাইন ডেস্ক
২৪ অক্টোবর ২০২১ ১৩:২১ |আপডেট : ২৫ অক্টোবর ২০২১ ০৭:১৩
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

উত্তর-পূর্ব তাইওয়ানে আজ রোববার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ভূমিকম্পটি ৬.৫ মাত্রার ছিল। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে এটি ৬.২ এর কম মাত্রার ছিল।

এপির খবরে বলা হয়েছে, ভূকম্পনটি উত্তর-পূর্ব ইলান কাউন্টিতে দুপুর ১.১১ মিনিটে ৬৭ কিলোমিটার গভীরতায় আঘাত হানে।

ইলানের একজন সাংবাদিক জানিয়েছেন, ভূকম্পনটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয়েছিল বলে মনে হয়েছে। বাড়ির দেয়াল কাঁপছিল। এটি বেশ শক্তিশালী ছিল।

তবে, তার আশপাশে কোনো ক্ষতি হয়নি বলেও জানিয়েছেন তিনি।

স্থানীয়রা অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্পের বিষয়টি জানিয়েছেন।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর