শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিকদের নামে মামলার চার্জশিট : তীব্র নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের

সাতক্ষীরা প্রতিনিধি
৪ নভেম্বর ২০২১ ১৪:৩০ |আপডেট : ৪ নভেম্বর ২০২১ ১৫:২১
সাংবাদিকদের নামে মিথ্যা মামলার চার্জশিট দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের
সাংবাদিকদের নামে মিথ্যা মামলার চার্জশিট দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের

সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আবুল কালাম এবং সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার নির্বাহী সম্পাদক ও ঢাকা ওয়েভের সাতক্ষীরা প্রতিনিধি আলী মুক্তাদা হৃদয়ের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ভুল তথ্য দিয়ে চার্জশিট দাখিল করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন তারা।

বিবৃতিদাতারা হলেন- সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দীন, মো. মনিরুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক জি.এম মোশাররফ হোসেন, যুগ্ম সাধা. সম্পাদক এস এম রনি, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুজ্জামান (মুকুল), সহ-সাংগঠনিক সম্পাদক মীর আবু বকর, অর্থ সম্পাদক শেখ হাসান গফুর, দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, শেখ ইলিয়াস হোসেন, আইন বিষয়ক সম্পাদক এড এ বি এম সেলিম, স্বাস্থ্য ও শিক্ষা সম্পাদক, মো. রাকিবুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. শরিফুল ইসলাম (জুয়েল), সমাজ কল্যাণ সম্পাদক মো. রবিউল ইসলাম।

নির্বাহী সদস্য যথাক্রমে- জি.এম শফিউল্লাহ, জি.এম ওমর ফারুক, মো. মাসুদুজ্জামান সুমন, মো. রিয়াজুল ইসলাম, মো. মোশাররফ হোসেন, শেখ আহসানুর রহমান রাজীব, মো. তারিকুল ইসলাম, মো. জাকির হোসেন মিঠু, শাহ্ আলম, এম.এম হাসান আলী বাচ্চু, মো. আব্দুল মতিন, মো. আব্দুল হাকিম, মো. ফকরুল ইসলাম (রিপন), মো. ইয়াছিন মোড়ল, মো. মাহাবুবুর রহমান, জি.এম বাবলুর রহমান।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর