মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নেত্রকোণা পৌরসভার রাস্তা পাঁকাকরণের দাবিতে মানববন্ধন

নেত্রকোণা প্রতিনিধি
৫ নভেম্বর ২০২১ ০৬:৪৭ |আপডেট : ৫ নভেম্বর ২০২১ ১১:৪২
নেত্রকোণা পৌরসভার রাস্তা পাকাকরণের দাবিতে  ২নং ওয়ার্ড এলাকাবাসীর মানববন্ধন
নেত্রকোণা পৌরসভার রাস্তা পাকাকরণের দাবিতে ২নং ওয়ার্ড এলাকাবাসীর মানববন্ধন

নেত্রকোণা পৌরসভার ২নং ওয়ার্ড পালপাড়া নদীরপাড় মন্দির থেকে বড়গাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত মাটির রাস্তাটি পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় ভুক্তভোগী স্থানীয় এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।

পৌরসভার ২ নং ওয়ার্ডের পালপাড়াবাসীর দুর্ভোগ লাঘবে পালপাড়া থেকে গাড়া পর্যন্ত মাটির রাস্তাটি পাকাকরণ করা খুবই গুরুত্বপূর্ণ।

পালপাড়া এলাকাটি নেত্রকোণার প্রথম শ্রেণির পৌরসভার অন্তর্ভুক্ত হলেও প্রয়োজনীয় রাস্তাঘাট, গ্যাস, বিদ্যৎ, পানি, ড্রেনেজ ব্যাবস্থা ও পয়ঃনিষ্কাশন না থাকায়, এলাকাবাসী সকল প্রকার নাগরিক সুবিধা থেকে আজ বঞ্চিত।

স্থানীয় জনগণ সারা বছরই এই ভগ্ন রাস্তা পেরিয়ে, বর্ষাকালে কাঁদাপানি মাড়িয়ে, নিজ নিজ কর্মস্থল ও শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসা করছে, সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় গর্ভবতী মহিলা ও অসুস্থ রুগীদের।

এই জনদুর্ভোগ লাঘবে অতিদ্রুত রাস্তাটি পাকাকরণের জন্য ভুক্তভোগী স্থানীয় এলাকাবাসী পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম মহসিন আলমের নিকট জোর দাবি জানায়।



মন্তব্য করুন