শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও
৫ নভেম্বর ২০২১ ১৭:১৩ |আপডেট : ৫ নভেম্বর ২০২১ ১৭:১৭
ঠাকুরগাঁওয়ে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে
ঠাকুরগাঁওয়ে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে

ঠাকুরগাঁওয়ে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএসএফর আহ্বানে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)র অধীনস্থ হরিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৩৫৬ থেকে আনুমানিক পাঁচ গজ ভারতের অভ্যন্তরে দনগাঁও নামক স্থানে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)র অধিনায়ক, পিএসসি, লে. কর্ণেল এস এম মোস্তাফিজুর রহমান, অন্যদিকে বিএসএফর দুটি ব্যাটালিয়নের পক্ষে নেতৃত্ব দেন ১৫২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট বালবীর সিংহ ও ৭২ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট পরমজিৎ সিংহ।

এ সময় উভয় দেশের স্টাফ অফিসার এবং কোম্পানী ও বিওপি কমান্ডারগণ উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাতে সীমান্ত হত্যা, বাংলাদেশি নাগরিককে মারধর, মাদক চোরাচালানের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করাসহ নারী ও শিশু পাচার প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়।

পরে বাংলাদেশ-ভারত সীমান্তে পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডারগণের মধ্যে কুশলাদি বিনিময়ের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সৌজন্য সাক্ষাৎ সমাপ্ত হয়।



মন্তব্য করুন