বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা

অনলাইন ডেস্ক
৭ নভেম্বর ২০২১ ০৩:৪৪ |আপডেট : ৭ নভেম্বর ২০২১ ১৩:২৯
ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদেমি। ছবি : গেটি ইমেজেস
ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদেমি। ছবি : গেটি ইমেজেস

ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে বিস্ফোরকসহ ড্রোন হামলা চালানোর খবর পাওয়া গেছে। তবে অক্ষত রয়েছেন প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদেমি।

রোববার (৭ নভেম্বর) ভোরে এ হামলা চালানো হয় বলে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম রয়টার্সের খবরে জানা যায়।

কর্তৃপক্ষ জানায়, বাগদাদের সুরক্ষিত স্থান হিসেবে খ্যাত গ্রিনজোনে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসভবনে বোমা বোঝাই একটি ড্রোন বিস্ফোরিত হয়। এসময় প্রধানমন্ত্রী কাদিমি বাসভবনেই অবস্থান করছিলেন। তবে তিনি অক্ষত আছেন বলে নিশ্চিত করা হয়।

হামলার পর এক টুইট বার্তায় নিজের সুস্থতার কথা নিশ্চিত করেন প্রধানমন্ত্রী কাদিমি নিজেই। হামলার পরপরই পুরো এলাকায় তল্লাশি অভিযান জোরদার করা হয়। এখনও ড্রোন হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।



মন্তব্য করুন