শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুইগ্রুপের হট্টগোল

টাঙ্গাইল প্রতিনিধি
৭ নভেম্বর ২০২১ ১২:৩০ |আপডেট : ৮ নভেম্বর ২০২১ ০০:৩৩
বিপ্লব ও সংহতি দিবসে স্লোগান নিয়ে বিএনপির দুইগ্রুপের হট্টগোল বেধে যায়
বিপ্লব ও সংহতি দিবসে স্লোগান নিয়ে বিএনপির দুইগ্রুপের হট্টগোল বেধে যায়

‘৭ নভেম্বর দিচ্ছে ডাক গণতন্ত্র মুক্তিপাক’ এই স্লোগানকে সামনে রেখে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ নভেম্বর) দুপুরে শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা চলাকালীন সময় স্লোগান দেওয়ায় বিএনপির টাঙ্গাইল জেলার সাবেক সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবাল ও জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলীর সমর্থকদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু থামিয়ে দেন।

এসময় বিশৃঙ্খলার চিত্র ধারণ করতে গেলে সাংবাদিকদের বাধা দেন বিএনপির কর্মী সমর্থকরা।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. ফরহাদ ইকবাল বলেন, কিছুটা বিশৃঙ্খলা হয়েছিল স্লোগান নিয়ে। তখনই সমাধান করা হয়েছে।

জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী বলেন, স্লোগান কোনো ভাইয়ের নামে হবে না। স্লোগান হবে নেতাদের নামে। তবে যতটুকু বিশৃঙ্খলা হয়েছিল, তা ওই সময়েই মীমাংসা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু বিশৃঙ্খলার বিষয়টি অস্বীকার করেন।

আলোচনা সভায় টাঙ্গাইল জেলা বিএনপির আহবায়ক আহমেদ আযম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী গৌতম চক্রবর্তী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহিন ও অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।

এসময় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর