শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

তালেবান ছাড়া অন্য কোনো বন্দুকধারীকে পরিবহনে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
৭ নভেম্বর ২০২১ ১৩:২৪ |আপডেট : ৮ নভেম্বর ২০২১ ০৩:৪৬
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তালেবান সদস্য ছাড়া অন্য কোনো বন্দুকধারীদের পরিবহন না করার জন্য ট্যাক্সি চালকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আজ রোববার স্থানীয় গণমাধ্যম খামা নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় নানগারহর প্রদেশে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

নানগারহর প্রাদেশিক কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, তালেবান প্রদেশের ট্যাক্সি চালকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে তাদের তালেবান ছাড়া কোনো বন্দুকধারীদের পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে।

খামা নিউজ এজেন্সি জানায়, ওই বিবৃতিতে তালেবান নানগারহর প্রদেশে কোনো সন্দেহভাজন বন্দুকধারীদের দেখলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানিয়েছে তালেবান।

আফগানিস্তানের ওই অঞ্চলে আইএস সদস্যরা অনেক সক্রিয়। ধারণা করা হচ্ছে তাদের কর্মকাণ্ড রুখে দিতেই ওই বিবৃতি দেওয়া হয়েছে। অবশ্য বিবৃতিতে কোনো গ্রুপের নাম উল্লেখ করেনি তালেবান। তালেবান সদস্য ছাড়া যেকোনো বন্দুকধারীদের ব্যাপারেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এমন সময় তালেবান এই নির্দেশনা জারি করল যখন ওই প্রদেশ জুড়ে বেশ কয়েকটি সহিংস হামলায় ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।



মন্তব্য করুন