শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সুন্দরবন থেকে মৃত বাঘ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
৭ নভেম্বর ২০২১ ১৭:৩০ |আপডেট : ৭ নভেম্বর ২০২১ ১৭:৩৭
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি রাজাখালী খালের পাশ থেকে মৃত বাঘটি উদ্ধার করা হয়েছে
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি রাজাখালী খালের পাশ থেকে মৃত বাঘটি উদ্ধার করা হয়েছে

সুন্দরবনে মৃত অবস্থায় পড়ে থাকা একটি বাঘ উদ্ধার করেছে বন বিভাগ। গহীন বন থেকে বাঘটি লোকালয়ে আনার প্রক্রিয়া চলছে।

রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি রাজাখালী খালের পাশ থেকে মৃত বাঘটি উদ্ধার করেন বন বিভাগের সদস্যরা।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান মৃত বাঘ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, গহীন সুন্দরবনে একটি বাঘ মরে পড়ে আছে- জেলেদের কাছ থেকে এমন তথ্য পেয়েছিল বন বিভাগের সসদ্যরা। খবরের সত্যতা যাচাই করতে তাৎক্ষণিকভাবে ওই নির্দিষ্ট স্থানে অভিযান চালানো হয়। পরে মৃত অবস্থায় বাঘটি উদ্ধার করা হয়।

এ প্রসঙ্গে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান জানান, সুন্দরবনের ভেতর থেকে একটা বয়স্ক মৃত বাঘ পাওয়া গেছে। সেটি উদ্ধার করে রেঞ্জ অফিসে আনা হচ্ছে।

মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে বন কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে বয়স হওয়ার কারণে বাঘটি মারা গেছে। তবে ফরেনসিক রিপোর্টের পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।



মন্তব্য করুন