বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্ক ট্রাফিক পুলিশে যোগ দিলেন আরও ১২০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র
৯ নভেম্বর ২০২১ ০৬:৪৩ |আপডেট : ৯ নভেম্বর ২০২১ ১৩:৩৪
নিউইয়র্ক ট্রাফিক পুলিশে যোগ দেওয়া বাংলাদেশিরা
নিউইয়র্ক ট্রাফিক পুলিশে যোগ দেওয়া বাংলাদেশিরা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগের ট্রাফিক এজেন্ট হিসেবে আরও ১২০ জন বাংলাদেশি যোগ দিয়েছেন।

সম্প্রতি পুলিশ সদর দপ্তরে নবাগত ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্টদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে পুলিশ একাডেমির প্রশিক্ষণ শেষে ১৮১ জন নতুন ট্রাফিক পুলিশ এজেন্ট চাকুরির দায়িত্বভার গ্রহণ করেন। তাদের মধ্যে ১২০ জনই বাংলাদেশি।

আর একাডেমির প্রশিক্ষণকালে সবচেয়ে বেশি নম্বর পেয়ে যিনি সেরা এজেন্ট বা ভ্যালিডিক্টোরিয়ান হওয়ার গৌরব অর্জন করেছেন তিনিও একজন বাংলাদেশি। তার নাম রাফি কামাল।

১৮১ জন নতুন ট্রাফিক পুলিশ এজেন্ট নিউইয়র্কের ৫টি ব্যুরোর বিভিন্ন অফিসে দায়িত্ব পালন করবেন। আগামী ২ সপ্তাহ পর আরও ২৩৫ জনের একটি গ্রুপের প্রশিক্ষণ শুরু হবে। সেখানেও উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিফ অব দ্য ডিপার্টমেন্ট রোডনী কে হ্যারিসন। এছাড়া প্রায় ২ ডজন সিনিয়র কর্মকর্তাও উপস্থিত ছিলেন। ইউনিয়ন নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রিকি মরিসন, সকুনবি এলুফেমী, আলবার্ট স্লোহ, ডেরন ডেফ্রিটাস, সাঈদ ইসলাম, সৈয়দ উতবা, নিজাম উদ্দীন, কামরুজ্জামান এবং ইউনিয়নের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র এজেন্ট খান শওকত।



মন্তব্য করুন