শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রূপগঞ্জে ইউপি নির্বাচনে বিদ্রোহী রফিক-মিজান-টুকুসহ বহিষ্কার ১৫

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
৯ নভেম্বর ২০২১ ০৭:৩৩ |আপডেট : ৯ নভেম্বর ২০২১ ১২:৪১
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন ইউপি নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে সরকারদলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগের ১৫ জনকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন- কায়েতপাড়া ইউনিয়ন পরিষদেও বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইনসলাম রফিক, বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিজান, খন্দকার আবুল বাশার টুকু, করিম পাঠান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়ন সহসভাপতি সামছুল হক, ইয়ার হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিন ব্যাপারী, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আনার উদ্দিন, আমিনুল, জলির মিয়া।

শেখ হাসিনা মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের বিরুদ্ধে কাজ করায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সর্বসম্মতিক্রমে তাদেরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে। ৮ নভেম্বর সোমবার জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত মো. শহিদ বাদল অব্যাহতি পত্রে স্বাক্ষর করেন।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ ইঞ্জি. গাইফুল ইসলাম বলেন, চূড়ান্ত অব্যাহতি পত্র কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিঠির আলোকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে।



মন্তব্য করুন