শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কোথায় তুমি

প্রদীপ্ত মোবারক
২৩ নভেম্বর ২০২১ ০৫:৫০ |আপডেট : ২৩ নভেম্বর ২০২১ ১২:২২
কবি প্রদীপ্ত মোবারক
কবি প্রদীপ্ত মোবারক

কবি প্রদীপ্ত মোবারক একজন সুপরিচিত আধুনিক কবি। তার কবিতার প্রধান বিষয়বস্তু হচ্ছে প্রেম-দ্রোহ; সমাজচেতনা ও দেশপ্রেম। এছাড়াও তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য আধুনিকতা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনা শেষ করেন প্রদীপ্ত মোবারক। বর্তমানে বাংলা কবিতার ছন্দ নিয়ে গবেষণার কাজ করছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে।

হাতের মুঠো আলগা করে

কোথায় তুমি চলছো বলো

ঝুল-বারান্দায় দাঁড়িয়ে এখন

দেখছি আকাশ ছলোছলো।

 

ব্যস্ত পথে মানুষগুলো

ছুটছে শুধু্ই এদিক ওদিক

হঠাৎ আকাশ কালো হওয়ায়

চমকে যাচ্ছে নিঃস্ব পথিক।

 

এ সময়টায় থাকতো যদি

কাঁধে আমার তোমার ঐ হাত

দুঃখ শুধু এটকুই

আমি যে- আজ ঘৃণিত জাত।


শুধুই আমার মনের ভুলে

সব স্মৃতিরা গেল ঝুলে?



মন্তব্য করুন