শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কুবি’র সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের নেতৃত্বে সাআদ-রিফাত

কুবি প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২১ ০৪:০৪ |আপডেট : ২৫ নভেম্বর ২০২১ ১২:২৭
সামাজিক বিজ্ঞান অনুষদে সভাপতি সাআদ ইবনে সাইদ ও সাধারণ সম্পাদক রিফাত আহমেদ
সামাজিক বিজ্ঞান অনুষদে সভাপতি সাআদ ইবনে সাইদ ও সাধারণ সম্পাদক রিফাত আহমেদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সামাজিক বিজ্ঞান অনুষদে সভাপতি পদে সাআদ ইবনে সাইদ ও রিফাত আহমেদকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।

বুধবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

সামাজিক বিজ্ঞান অনুষদের কমিটিতে আরও আছেন সহ-সভাপতি জয় সরকার, সোহাগ আকন্দ, রাজিব খান,  নুরুদ্দীন,  শেখ ইমরান আল আমিন,  শাহ আমানুল্লাহ পরান,  রিয়াদ মিয়া, সাইদুর রহমান,  আল্লাহ আল মাসুদ রাব্বি, দীপ চৌধুরী,  সুজন আলী।

যুগ্ম সাধারণ সম্পাদক  পদে ফজলে রাব্বি, আল আমিন সরকার,  বিশ্বজিৎ সরকার,  রুহুল আমিন।

সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, আখতারুজ্জামান পাভেল, এস এম জিয়ান আহমেদ, রনি মন্ডল, সামিন সাদি, ওয়াসিম খান, রবিউল হোসেন, আবু তাহের মেসবাহ, রাকিব মোল্লা। প্রচার সম্পাদক তাহমিদ ইসলাম ইমন এবং উপ-প্রচার শেখ মাসুমকে দেওয়া হয়।

উল্লেখ্য, অনুষদের এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে ও আগামী ১ (এক) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।



মন্তব্য করুন