বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ভালোবাসা এত সোজা নয়

তানিম জাবের
১ ডিসেম্বর ২০২১ ১৫:০৫ |আপডেট : ২ ডিসেম্বর ২০২১ ০৯:০২
কবি ও গল্পকার তানিম জাবের
কবি ও গল্পকার তানিম জাবের

কবি ও গল্পকার। জন্ম ১৬ নভেম্বর, নরসিংদী জেলার শিবপুর উপজেলার মজলিশপুর গ্রামে। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থায়ীভাবে বসবাসরত। প্রকাশিত বই নির্জন কেবিন (২০১৮, বৈভব প্রকাশনী) সবুজ অ্যাম্বুলেন্স (২০২০, বৈতরণী প্রকাশনী)

ভুলে যেতে বললেই -

আমি ভুলে যাবো প্রশ্নহীন,

প্রত্যাখ্যান করো- অন্য বুকে রাখবো মাথা

আমি এমনি,

প্রত্যাখ্যানে আমার চোখে জল আসে না আর

প্রস্থানে যে কষ্ট তার অঙ্গার আগুনে পুড়ে

আমি দুর্বিনীত আজ

বিরান জলাভূমিতে যে পাখি ডেকে যায়

আমি তার ছায়ায় মৃত ঘাসের মতো জেগে রই

ডেকে গেছে মৃত্যু এত নীরবে

বুকের গভীরে কেটে গেছে দাগ আদরে

তাই প্রিয়ার নরম আঙুল এ শক্ত হাতে

আজকাল বড্ডো বেমানান লাগে,

প্লটোনিক সম্পর্কের ব্যবচ্ছেদ শেষে

যে কঙ্কাল পড়ে আছে তাকে কি তবু ভালোবাসা বলা চলে?

তুমি ঘুমিয়ে গেলেই আমি ফিরে যাবো

ভুলে যেতে বললেই ভুলে যাবো মুখে নিয়ে হাসি

প্রত্যাখ্যান করো তবু তোমাকেই ভালোবাসি!



মন্তব্য করুন