শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে জাতিসংঘের সামনে অস্ত্রধারী সেই ব্যক্তির আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র
৩ ডিসেম্বর ২০২১ ০৫:৪২ |আপডেট : ৪ ডিসেম্বর ২০২১ ০৭:০২
জাতিসংঘের সামনে অস্ত্রধারী সেই ব্যক্তির আত্মসমর্পণ
জাতিসংঘের সামনে অস্ত্রধারী সেই ব্যক্তির আত্মসমর্পণ

জাতিসংঘ সদর দপ্তরের সামনে সেই অস্ত্রধারী অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে কোনো রকম অঘটন ছাড়াই স্থানীয় সময় বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে পুলিশের আহ্বানে আত্মসমর্পণ করেন ৬০ বছর বয়সী ওই ব্যক্তি। নিউ ইয়র্ক পুলিশ তাকে জেল হাজতে পাঠিয়েছে।

এর আগে অস্ত্রধারী ওই ব্যক্তি জাতিসংঘের সদর দপ্তরের সামনে অবস্থান করেন। সতর্কতার অংশ হিসেবে সদর দপ্তরের চারপাশের রাস্তা বন্ধ করে দেয় প্রশাসন। সদরদপ্তরের বাইরে অস্ত্র হাতে এক ব্যক্তিকে ঘুরতে দেখা যাওয়ার পরপরই দ্রুত নিরাপত্তা জোরদার করা হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন জাতিসংঘের সদরদপ্তর।

জাতিসংঘের একজন মুখপাত্র বলেন, জাতিসংঘের সদরদপ্তর বন্ধ রাখা হয়েছে। সেখানে পুলিশের কার্যক্রম চলছে। নাম প্রকাশ না করার শর্তে জাতিসংঘের একজন কর্মকর্তা বলেন, জাতিসংঘের সদর দপ্তরের সামনের প্রবেশপথে ওই ব্যক্তি আত্মহত্যার হুমকি দিচ্ছেন। ওই পথে জনসাধারণের চলাচল বন্ধ করা হয়েছে। তবে কার্যালয়ের অভ্যন্তরে বিভিন্ন কার্যক্রম চালু আছে।

পুলিশের তদন্তের কারণে জনগণকে ২৪ স্ট্রিট ও ফার্স্ট অ্যাভিনিউ এলাকায় ঢুকতে নিষেধ করা হচ্ছে বলে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ টুইটারে বলা হয়েছে।



মন্তব্য করুন